দেশ

ভারতীয় সেনা এবং অসম রাইফেলসের যৌথ অভিযানে মণিপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র

ভারতীয় সেনা, মণিপুর পুলিশ এবং অসম রাইফেলস-এর যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র। মণিপুরের ইম্ফল জেলার পশ্চিম চুরাচাঁদপুর, বিষ্ণুপুর, তেংনউপাল থেকে প্রায় ২৯ টি আগ্নেয়াস্ত্র, আইইডি-র মতন বিস্ফোরক বাজেয়াপ্ত। একই অঞ্চলে হদিশ মিলেছে অস্ত্র ভাণ্ডারেরও। গোপন সূত্রে খবর পেয়ে মণিপুরের সামুকম গ্রামে অভিযান চালায় অসম রাইফেলস এবং মণিপুর পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে গ্রেনেড বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র। বিষ্ণুপুর থেকে উদ্ধার হয়েছে একটি ৭.৬৮ মিমি বন্দুক, একটি ৯ মিমি বন্দুক, গ্রেনেড এবং বিস্ফোরক।  ৮ নভেম্বর পশ্চিম ইম্ফলের অন্তর্গত ইয়াঙ্গোই লম্বি একালকার থিঙ্গম থেকে উদ্ধার হয় একটি ৯ মিমি বন্দুক, ৯ মিমি কারবাইন বন্দুক, গ্রেনেড লঞ্চার, ৯ মিমি পিস্তল এবং বিস্ফোরক। ৯ নভেম্বর সঙ্গাইকোটের খোনম্পাই জঙ্গল থেকে অসম রাইফেলস এবং মণিপুর পুলিশ উদ্ধার করে দুটি ৯ মিমি বন্দুক, ৬টি ১২ বোর সিঙ্গেল ব্যারেল বন্দুক সহ বিশাল পরিমাণ আগ্নেয়াস্ত্র। ১০ নভেম্বর অসম রাইফেলস, মণিপুর পুলিশ এবং বিএসএফ উটাংপই অঞ্চল থেকে হদিশ মেলে অস্ত্রভাণ্ডারে। মণিপুরের আরও কোনও জায়গায় এরকম অস্ত্রভাণ্ডার লুকানো রয়েছে কিনা, তার খোঁজ চালাচ্ছে অসম রাইফেল , মণিপুর পুলিশ এবং ভারতীয় সেনা।