খেলা

শ্যুটিং বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় অ্যাথলিট তিলোত্তমা সেন

আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন আয়োজিত বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় অ্যাথলিট তিলোত্তমা সেন। মাত্র ১৪ বছর বয়সেই এই খেতাব অর্জন করে ক্রিড়া মহলকে রীতিমতো বিস্মিত করেছেন তিনি। সম্প্রতি মিশরের কায়রোতে বসেছে এই শ্যুটিং বিশ্বকাপের আসর। এই আন্তর্জাতিক মঞ্চে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে ব্রোঞ্জ জিতেছেন তিলোত্তমা। ইংল্যান্ডের সিওনেইড ম্যাকিনটশ জিতেছেন সোনা। অন্যদিকে সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন জিতেছেন রুপো। ২৬২ পয়েন্ট পেয়ে তৃতীয় হন তিলোত্তমা সেন। পুরুষদের এয়ার রাইফেল বিভাগে এর আগে সোনা জিতেছেন রুদ্রাংশ পাতিল। এই প্রতিযোগিতায় এই নিয়ে ভারত মোট ৫টি মেডেল জিতল। যার মধ্যে ৩টি সোনা এবং ২টি ব্রোঞ্জ রয়েছে। মেডেল তালিকাতে আপাতত ভারত সবার উপরেই রয়েছে।