ক্রাইম বিদেশ

সিঙ্গাপুরে ২ কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে ভারতীয় শেফ-কে ৪ মাসের কারাদণ্ড দিল আদালত

 সিঙ্গাপুরে দুই কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে জেল হল এক ভারতীয় শেফের। ৪৪ বছর বয়সী ওই শেফকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। জানা গিয়েছে, ওই ভারতীয় শেফের নাম সুশীল কুমার। শ্লীলতাহানির দুটি অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। অভিযোগ, একটি সাবওয়ে রেল স্টেশনের কাছে প্রকাশ্যে অভিযুক্ত শেফ একটি কিশোরীকে শ্লীলতাহানি করে। সেই ঘটনার প্রায় তিন মাস পর তিনি অন্য আরেকটি মেয়েকে তার সম্মতি ছাড়াই স্পর্শ করেছিলেন। শুধু তাই নয় চেনা জানা না হলেও, সেই কিশোরীকে প্রেম নিবেদন করেন। অভিযোগ, দ্বিতীয় ঘটনার ক্ষেত্রেও তিনি ওই কিশোরীকে দীর্ঘক্ষণ ধরে স্পর্শ করেছিলেন। অভিযোগকারী কিশোরীর আইনজীবী আদালতে দাবি করেছে, গত বছর ২ আগস্ট বিকেলে, ১৪ বছর বয়সী নির্যাতিতা, বুন কেং স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় ৮৮ বছর বয়সী সুশিল কুমার তার সাথে কথা বলার জন্য রাস্তা আটকান। মেয়েটি প্রথমে ভেবেছিল যে, হয়তো স্টেশনের পথ জানার জন্য তাকে জিজ্ঞাসা করতে চাইছে। ডেপুটি পাবলিক প্রসিকিউটর ডেলিসিয়া ট্যান বলেন, অভিযুক্ত মেয়েটির কাঁধে হাত দিয়ে তার সম্মতি ছাড়াই শরীর স্পর্শ করেছিলেন। শুধু তাই নয় মেয়েটির ডান গালে চুমুও দেন। এরপর কিশরীর কাছ থেকে ফোন নম্বর নিয়ে নিজের মোবাইলে সেভ করেন সুশীল। পুনরায় তাকে জড়িয়ে ধরে একাধিকবার চুমু খেতে থাকে অভিযুক্ত। মেয়েটির অর্থের প্রয়োজন হলে তার কাছে চাওয়ার জন্যও বলেন ওই অভিযুক্ত। এরপর মেয়েটি বাড়ি ফিরে গোটা ঘটনার কথা তার মা’কে জানালে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ দায়ের পরের দিন সুশীল কুমারকে গ্রেফতার করা হয়। জামিনে মুক্তি দেওয়াও হয় তাঁকে। সেই ঘটনার পর আরও এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ফের গ্রেফতার করা হয় ভারতীয় শেফকে।