ভারতীয় নৌবাহিনী ২০ অক্টোবর, ২০২৩ তারিখে তার তৃতীয় প্রজেক্ট ১৫বি স্টেলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ‘ইম্ফল’ পেয়েছে। এটি মুম্বইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড (MDL)-এ অত্যন্ত সতর্কতার সঙ্গে তৈরি করা হয়েছে। ইম্ফল (ইয়ার্ড ১২৭০৬), সমুদ্রে তার প্রথম ব্রহ্মোস ফায়ার করেছে। জানা গিয়েছে টার্গেট হিট করার বিষয়ে ‘বুলস আই’ স্কোর করেছে এই ফায়ারিং। গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্রথমবার এক্সটেন্ডেড রেঞ্জ ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করার জন্য ফায়ার করা হয়েছিল একটি যুদ্ধজাহাজের মাধ্যমে।