বঙ্গোপসাগরে আটকে পড়া ৩৬ মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী। উপকূল থেকে ১৩০ নটিক্যাল মাইল দূরে থাকা ওই ৩৬ মৎস্যজীবীকে নৌসেনার খঞ্জর জাহাজে উদ্ধার করা হয়। খারাপ আবহাওয়া ও ইঞ্জিনে ত্রুটির কারণে মৎস্যজীবীদের নৌকাটি ফিরতে পারছিল না। উদ্দেশ্যহীনভাবে সমুদ্রে দুদিন ঘোরার পর অবশেষে নৌসেনা তাঁদের উদ্ধার করে।