আগরতলা, গুয়াহাটি, রঙিয়া, তিনসুকিয়া, নাহরলাগুন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার ও কাটিহার স্টেশনে অনুষ্ঠানের লাইভ সম্প্রচার হয় রবিবারের মন কি বাত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কি বাত অনুষ্ঠানের ১০৭ তম পর্বে বক্তৃতা রাখেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ৮টি পৃথক স্টেশনে এই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করা হয়। বিরোধীদের অভিযোগ, এর মাধ্যমে কার্যত রাজনৈতিক প্রচার হচ্ছে। এই স্টেশনগুলি হল আগরতলা, গুয়াহাটি, রঙিয়া, তিনসুকিয়া, নাহরলাগুন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার এবং কাটিহার। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কাটিহারে মাননীয় বিধায়ক তারকিশোর প্রসাদ ও মাননীয় এমএলসি শ্রী অশোক আগরওয়াল এবং নিউ জলপাইগুড়িতে মাননীয় বিধায়ক ড. শংকর ঘোষ ও শ্রীমতি শিখা চট্টোপাধ্যায় সংশ্লিষ্ট স্টেশনগুলিতে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।