কলকাতা

আগামীকাল দিল্লিতে যাওয়ার জন্য তৃণমূল কর্মীদের স্পেশাল ট্রেন দেবে না পূর্ব রেল

অক্টোবর মাসের ২ তারিখ থেকে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল। তার জন্য আগামীকাল হাওড়া থেকে বিশেষ ট্রেনে করে তৃণমূল কর্মীদের নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তৃণমূলের সেই আবেদনে কার্যত না জানিয়ে দিয়েছে পূর্ব রেল। ফলে দিল্লিতে তৃণমূল কর্মীদের নিয়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। পূর্ব রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, স্পেশাল ট্রেন এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। কারণ এর জন্য যে রেক দরকার সেই রেক হাতে নেই। তাই এখনই ট্রেন দিতে পারছে না। নিয়ম হচ্ছে স্পেশাল ট্রেন দেয় আইআরসিটিসি। আইআরসিটিসি ট্রেন নেয় জোন থেকে। এক্ষেত্রে জোন হচ্ছে পূর্ব রেল। পূর্ব রেলের কাছ থেকে ট্রেন নিয়ে আইআরসিটিসিকে দিতে হত। কিন্তু পূর্ব রেল এবং আইআরসিটিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা স্পেশাল ট্রেন দেবে না। ফলে আগামীকাল সকাল ৮টার সময়ে হাওড়া থেকে তৃণমূল কর্মীদের নিয়ে যে ট্রেন যাত্রা করত সেই ট্রেন যাত্রা করছে না। ফলে বিকল্প হিসাবে কীভাবে তৃণমূল কর্মীরা যাবেন, তা নিয়ে আলোচনা শুরু করেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।