চন্দ্রযানের পর সাফল্যের দোড়গোড়ায় ইসরোর আরও এক অভিযান। আজই অন্তিম কক্ষপথে প্রতিস্থাপিত হল ভারতীয় স্যাটেলাইট আদিত্য এল-১ কে। ওই নির্দিষ্ট দুরত্ব থেকে সূর্যকে পর্যবেক্ষণ করবে আদিত্য। গত ২ সেপ্টেম্বর এই লক্ষ্যেই সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল কৃত্রিম উপগ্রহটিকে। আজ বিকেল ৪টে নাগাদ মহাকাশে সূর্য ও পৃথিবীর মধ্যে ল্যাগরেঞ্জ পয়েন্ট -১ এ প্রবেশ করল আদিত্য। সূর্যগ্রহণের সময়ও নিজের কাজ চালিয়ে যেতে আদিত্যর যাতে সমস্যা না হয়, তাই মহাকাশে এই নির্দিষ্ট স্থানটিকে বেছে নিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।