বিদেশ

ভারত LAC পার করে প্যাংগং লেকের কাছে ওয়ার্নিং শট হিসেবে গুলি চালিয়েছে, দাবি চিনের

ভারত-চিন সীমান্ত থেকে এসেছে গোলাগুলির খবর। ১৯৭৫ সালের পর এই প্রথম ভারত চিন সীমান্তে এভাবে গুলি চালানোর ঘটনা ঘটল। চিনের দাবি, ভারতীয় সেনা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার করে গুলি চালিয়েছে। ওয়ার্নিং শট হিসেবে ওই গুলি চালিয়েছে বলে দাবি চিনের। চিনের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, চিনের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু চিন বদলে ঠিক কী করেছে, তা উল্লেখ করা হয়নি। চিনের ওই মুখপাত্রের দাবি, ভারতীয় সেনা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্যাংগং-এর দক্ষিণ দিকে ও শেংপাও মাউন্টেন এরিয়ায় চলে এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনা চিনের সীমান্তরক্ষীদের দিকে লক্ষ্য করে যেভাবে ফায়ারিং করেছে, তাতে নাকি পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। কিন্তু পাল্টা পদক্ষেপটা ঠিক কী, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। চিন বলছে, এটা ভারতের উস্কানিমূলক পদক্ষেপ। দ্রুত ভারতের এই ধরনের মারাত্মক কার্যকলাপ বন্ধ করা উচিত্‍ বলে হুঁশিয়ারি দিয়েছে চিন।