প্রথম দিনের শেষে – ভারত ২৫২ (৫৯.১ ওভার),
শ্রীলঙ্কা ৮৬-৬ (৩০ ওভার)
বেঙ্গালুরুতে গোলাপি বলের দিন-রাতের টেস্টের প্রথম ইনিংসে বড় রান তুলতে পারল না ভারত। খেলা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই মাত্র ২৫২ রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস। শ্রীলঙ্কান স্পিনারদের দাপটে পিঙ্ক বল টেস্টে ব্যাট করতে নেমে বেশ খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। দিন-রাতের এই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টিম ইন্ডিয়া। মাত্র ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। মাত্র ২৩ রান করে ফিরে যান বিরাট কোহলি। ৩১ রান আসে হনুমা বিহারীর ব্যাট থেকে। তবে পন্থ (৩৯) ও শ্রেয়স আইয়ারের (৯২) দৌলতে ২৫০ রান বোর্ডে তুলে ফেলতে সক্ষম হয় ভারত। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নেন এমবুলডেনিয়া এবং জয়ারিকারমা। প্রথম দিনের তৃতীয় সেশনের শুরু থেকেই শুরু হয় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। তবে শুরুতেই ধাক্কা খান করুণারত্নেরা। বুমরা-অশ্বিনদের দাপটে ব্যাটিং বিপর্যয় নেমে আসে লঙ্কান শিবিরে। কিছুটা লড়াই করে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৪৩ রান করে বুমরার শিকার হন তিনি। দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ৮৬। এ দিনের ম্যাচে ৭ ওভার বল করে ৩টি মেডেনসহ ১৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন জশপ্রীত বুমরা। ২টি উইকেট পেয়েছেন মহম্মদ সামি ও একটি উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল।