যাত্রা শুরু করল দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত৷ কোচিন শিপইয়ার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে জলে ভাসানো হল এই যুদ্ধজাহাজকে ৷ ২০ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে ৪৫ হাজার টন ওজনের এই যুদ্ধজাহাজ ৷ বিক্রান্তের উচ্চতা ২৬২ মিটার, প্রস্থ ৬২ মিটার। একসঙ্গে নৌবাহিনীর ১৬০০ সদস্য যাতে এখানে থাকতে পারেন, তারই ব্যবস্থা করা হয়েছে। রণতরীর এয়ারবেস থেকে ৩০টি বিমান ওঠানামা করতে পারবে।এ দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নৌবাহিনীর নতুন পতাকাও উন্মোচন করেন । নতুন পতাকাটির উপরের ক্যান্টনে জাতীয় পতাকা রয়েছে । নোঙরের উপরে বসানো আছে জাতীয় প্রতীক ও নীল অষ্টভুজাকার বস্তু ৷ তার উপর সুপারইম্পোজ করা রয়েছে নৌবাহিনীর লক্ষ্য ৷ নৌবাহিনীর নয়া
এই চিহ্ণ প্রদর্শনের ভিডিয়োতে বলা হয়েছে, “দুটি সোনালি সীমানা-সহ অষ্টভুজাকার আকৃতি মহান ভারতীয় সম্রাট, ছত্রপতি শিবাজি মহারাজের সীলমোহর থেকে অনুপ্রেরণা নিয়ে আঁকা হয়েছে ৷ শিবাজির দূরদর্শী সামুদ্রিক দৃষ্টিভঙ্গি একটি বিশ্বাসযোগ্য নৌ বহর প্রতিষ্ঠা করেছে ৷” আইএনএস বিক্রান্তে শুরুর দিকে মিগ ফাইটার এবং কিছু হেলিকপ্টার থাকবে । এক দশকেরও বেশি সময় ধরে এই যুদ্ধজাহাজটির কাজ চলছিল । গত বছরের ২১ অগাস্ট থেকে সমুদ্রে বহুবার ট্রায়ালের মধ্যে দিয়ে গিয়েছে আইএনএস বিক্রান্ত ৷ বর্তমানে ভারতের কাছে একটি মাত্র বিমানবাহী রণতরী রয়েছে ৷ তা হল আইএনএস বিক্রমাদিত্য ৷ যেটি একটি রাশিয়ান প্ল্যাটফর্মে নির্মিত ।