অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড-ডে মিলের খিচুড়িতে ফের মিলল পোকা! যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের বসনা বেনাপুর এলাকায়। শুক্রবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ দেখান শিশুদের অভিভাবকরা। স্থানীয়দের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের পুষ্টির জন্য যে খিচুড়ি দেওয়া হয়েছে তাতে পোকা রয়েছে। পাশাপাশি খিচুড়ি রান্নার জন্য যে চাল বযবহার করা হয় সেই চালের মধ্যে কিলবিল করছে পোকা। পড়ে আছে আরশোলা ও টিকটিকির মলও। এমন নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে দেগঙ্গার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখান অভিভাবকরা। বিক্ষোভের খবর পৌঁছয় দেগঙ্গা থানায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। শিশুর অভিভাবকদের অভিযোগ, স্কুলে ঠিকমতো পঠনপাঠন হয় না। তার ওপর রান্না করা খিচুড়ি অত্যন্ত নিম্নমানের।