মিডিয়ার ওপরে শৃঙ্খল পরানোর চেষ্টা করে লাভ নেই। সাংবিধানিক সংস্থাগুলি মিডিয়ার বিরুদ্ধে আবেদন না করে বরং নিজেদের কাজ করুক। বৃহস্পতিবার এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। গত ২৬ এপ্রিল মাদ্রাজ হাইকোর্ট কোভিড সংক্রমণ বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনের ওপরে দোষারোপ করে। হাইকোর্টের বিরুদ্ধে গত সপ্তাহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্বাচন কমিশন। তারা অভিযোগ করে, হাইকোর্টের মন্তব্য অত্যন্ত আপত্তিকর। নির্বাচনী মিছিল-মিটিং বন্ধ করার দায়িত্ব ছিল রাজ্য সরকারের। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছু করার ছিল না। সুপ্রিম কোর্ট এদিন বলে, সংবিধানের ১৯ নম্বর ধারায় কেবল নাগরিকদের বাকস্বাধীনতা দেওয়া হয়নি, সংবাদমাধ্যমকেও ওই অধিকার দেওয়া হয়েছে। আমরা মিডিয়ার মুখ বন্ধ করতে পারি না। নির্বাচন কমিশনের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট বলে, আমরা তাদের অভিযোগের কোনও সারবত্তা খুঁজে পাইনি। একইসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলে, ‘আদালতেরও এমন মন্তব্য করা উচিত নয় যার ভুল ব্যাখ্যা হতে পারে।’