বিজ্ঞান-প্রযুক্তি

ইস্তফা দিলেন ভারতে ইন্টেলের প্রধান নিভৃতি রাই

ইস্তফা দিলেন বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা ইন্টেলের  ভারতীয় প্রধান নিভৃতি রাই। দীর্ঘ ২৯ বছর ধরে সংস্থার সঙ্গে জড়িত থাকায় এবং সংস্থার কাজকর্মে বিশেষ অবদান রাখায় পদত্যাগী ভারত প্রধানকে কৃতজ্ঞতা জানিয়ে তাঁর পরবর্তী কর্মজীবনের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন ইন্টেলের শীর্ষ আধিকারিকরা। ২৯ বছরের সম্পর্কে অবশেষে ছেদ। যদিও ইন্টেল ছেড়ে কোন সংস্থায় যোগ দিচ্ছেন তা নিয়ে মুখ খোলেননি নিভৃতি। ১৯৯৪ সালের ফেব্রুয়ারি মাসে ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে ইন্টেলে যোগ দিয়েছিলেন নিভৃতি। ১৯৯৪ থেকে ২০০৫ সালের অগস্ট পর্যন্ত টানা এগারো বছর মার্কিন যুক্তরাষ্ট্রে সংস্থার সদর দফতরে কর্মরত ছিলেন। ২০০৫ সালের সেপ্টেম্বরে ভারতে ফিরে এসে ইন্টেলের বেঙ্গালুরু অফিসে চিপসেট ইঞ্জিনিয়ারিং এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিভাগের সিনিয়র ডিরেক্টরের দায়িত্ব নেন। ধাপে ধাপে পদোন্নতি পেয়ে ইন্টেলের ভারত প্রধান ও ইন্টেল ফাউড্রি সার্ভিসের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান। ২০২২ সালে কর্মক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়নে বিশেষ অবদান রাখার জন্য নারী শক্তি পুরস্কার পান। দীর্ঘ ২৯ বছর বাদে নিভৃতির ইস্তফায় কিছুটা হলেও ধাক্কা খেয়েছে ইন্টেল। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে পরোক্ষে সে কথা স্বীকারও করে নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমেরিকার পরে ভারতে সংস্থার সবচেয়ে বৃহ‍ৎ ইউনিট গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছিলেন নিভৃতি রাই।’ ভারতে সংস্থার পরবর্তী প্রধানের দায়িত্ব কাকে দেওয়া হবে তা শিগগিরই জানানো হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে। উল্লেখ্য গত বছরের ১ নভেম্বর ইন্টেল থেকে ইস্তফা দিয়েছিলেন সংস্থার ফাউন্ড্রি সার্ভিসের প্রধান রণধীর ঠাকুর।