বিক্ষোভ, অবরোধ ও অশান্তিতে লাগাম টানতে এবার হাওড়ার পর মুর্শিদাবাদে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা। তবে মুর্শিদাবাদ জেলা জুড়ে নয়, একাংশে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। বিকেল ৪ টা থেকে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় পরিষেবা বন্ধ করা হয়েছে। তবে চালু রাখা হচ্ছে ভয়েসকল এবং মেসেজ। জানা গিয়েছে, আগামী ১৪ জুন পর্যন্ত পরিষেবা বন্ধ থাকছে। গত শুক্রবার থেকে উত্তপ্ত মুর্শিদাবাদ। আর তাতে লাগাম টানতেই এই পদক্ষেপ। উত্তেজনা বা গুজব যাতে ছড়িয়ে না পড়ে তাই মুর্শিদাবাদের ২ থানা ও ২ ব্লকে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। জানা গিয়েছে বেলডাঙা- ১, বেলডাঙা- ২, রেজিনগর ও শক্তিপুরে বন্ধ পরিষেবা।
উল্লেখ্য, উত্তেজনার আঁচ যেন হাওড়ার উলুবেড়িয়ায় না লাগে তাই নিরাপত্তা ব্যবস্থায় আরও কড়া পদক্ষেপ নিয়েছে মহকুমা প্রশাসন। জারি করা হয়েছে ১৪৪ ধারা। আগামী ১৫ জুন পর্যন্ত এখানে কোনও অবরোধ করা যাবে না। শুধু তাই নয় বলা হয়েছে, এই অঞ্চলে করা যাবে না জমায়েতও। আগামী বুধবার পর্যন্ত এই অঞ্চলে ৫ জনের বেশি জমায়েত করা যাবে না। অশান্তি হলে জিরো টলারেন্সের পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। সোমবার সকাল ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।