ছাত্র-নেতার মৃত্যু কাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আনিসকাণ্ডে সিট গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন এডিজি সিআইডি। এদিন নবান্নে এমনই জানালেন রাজ্য পুলিসের ডিজি। সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্যের (DGP আশ্বাস, ”মুখ্যমন্ত্রীর নির্দেশে নিরপেক্ষ তদন্ত হবে। দোষীরা শাস্তি পাবেই। যে দোষী তাকে সামনে নিয়ে আসবই। আনিসকাণ্ডে সোমবার থেকেই তদন্ত শুরু হয়েছে। সহযোগিতা করুন।” প্রসঙ্গত, সিটের নেতৃত্ব দেবেন জ্ঞানবন্ত সিং। আনিস খানের মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই সিট গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্য়সচিবের নেতৃত্বে এই সিট গঠন করা হবে। সিটে থাকবেন ডিজিও। নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্ত করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতেও নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।