খেলা

অলিম্পিক্স ফাইনাল থেকে বাদ পড়া নিয়ে ভিনেশ ফোগটের পাশে IOA সভাপতি পিটি ঊষা এবং নীতা আম্বানি

খালি হাতেই ফিরতে হচ্ছে ভিনেশ ফোগটকে৷ প্যারিস অলিম্পিক্সে ফাইনালে খেলতে পারবেন না ভিনেশ। তাঁর ওজন ৫০ কেজির বেশি হওয়ায় তিনি আর অলিম্পিক্সে খেলতে পারবেন না৷ এই বিষয় নিয়ে নিজের মতামত জানিয়েছেন নীতা আম্বানি। আইওসি সদস্য এবং রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি বলেছেন, “আজ, পুরো দেশের ভিনেশের জন্য মনখারাপ, ব্যথিত। ভিনেশ চ্যাম্পিয়ন যোদ্ধা, আমার কোন সন্দেহ নেই যে ও আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। ভিনেশ বারবার প্রমাণ করেছে যে ওর শক্তি কেবল ওর ম্যাচ জেতার মধ্যেই নয়, বরং তার প্রতিকূলতাকে অতিক্রম করার ক্ষমতা ওর মধ্যে রয়েছে। ভিনেশ, তুমি আগামী প্রজন্মের জন্য, বিশেষ করে অল্পবয়সি মেয়েদের এবং তাদের অভিভাবকদের জন্য, তাদের স্বপ্ন এবং অধ্যবসায়কে আরও উজ্জ্বল করে তোলে। পদকের চেয়েও গুরুত্বপূর্ণ তোমার প্রচেষ্টা। আমরা সবাই তোমার সঙ্গে আছি।” ৫০ কেজি ওজন বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট তিনি কিউবার প্রতিপক্ষকে ৫-০ তে হারিয়েছিলেন৷  তিনি ৫০ কেজি বিভাগে সোনা -র লড়াইতে ছিলেন৷ তাঁর ওজন নাকি ৫০ কিলোর থেকে ১০০ গ্রাম ওজন বেশি ছিল৷ এর ফলে এবারের অলিম্পিক্স থেকে পদক ছিটকে গেল৷  প্যারিস অলিম্পিক্সের গেমস ভিলেজে ভিনেশের সঙ্গে দেখা করার পরে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি পিটি ঊষা বলেন, ‘আসলে ওরা নিজেদের নিয়ম মতো করেছে। ভারতের কুস্তি ফেডারেশনের সঙ্গে আমার দিক থেকে আমরা যতটা করা সম্ভব করেছি। এখন আমি বিশ্ব কুস্তি ফেডারেশনের সঙ্গেও দেখা করব। আমরা নিজেদের সেরা উজাড় করে দেওয়ার চেষ্টা করছি।’  সেইসঙ্গে ভিনেশের মানসিক অবস্থার প্রসঙ্গে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘ও মানসিকভাবে খুব শক্তিশালী। ওজন কমানোর জন্য ও নিজের সেরাটা উজাড় করে দিয়েছিল। নিজের চুলও কেটে ফেলেছিল।’