দেশ

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, টিকিটের জন্য হাঙ্গামা, পুলিশের লাঠিচার্জ, পদপিষ্ট অগনিত মানুষ 

আগামী ২৮ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে আইপিএল-এর ফাইনাল। ইতমধ্যেই মেগা ফাইনালে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচের আগে সমাপ্তি অনুষ্ঠান আয়োজন করা হবে। কিন্তু ফাইনালের টিকিট নিয়ে যেভাবে হাঙ্গামা হয়েছে, সেই নিয়ে আতঙ্কিত সকলেই। ফাইনালের টিকিট কিনতে স্টেডিয়ামে দর্শকদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। স্টেডিয়ামের কাউন্টার থেকে ছাপা টিকিট সংগ্রহ করতে এসেছিলেন কয়েক হাজার ক্রিকেটপ্রেমী। যাঁরা অনলাইনে টিকিট কেটেছেন, তাঁদের ছাপা টিকিট নিতে হচ্ছে। কাউন্টার খোলার অনেক আগে থেকে বহু মানুষ রোদের মধ্যে স্টেডিয়ামের সামনে অপেক্ষা করছিলেন। তুলনায় নিরাপত্তাকর্মীর সংখ্যা ছিল কম।  কাউন্টার খুলতেই আগে টিকিট সংগ্রহ করার চেষ্টায় হুড়োহুড়ি শুরু হয়ে যায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। ধাক্কাধাক্কিতে কয়েক জন পড়ে যান। তৈরি হয় পদপিষ্ট হওয়ার মতো ঘটনা।