কলকাতা

আন্দলনের নামে তহবিলের টাকা নয়ছয়ের অভিযোগ যৌথ মঞ্চের বিরুদ্ধে, আগাম জামিন নিলেন অভিযুক্ত ৭ নেতা

আন্দলনের নামে তহবিল গড়ে টাকা নয়ছয়ের অভিযোগ ঘিরে তোলপাড় সংগ্রামী যৌথ মঞ্চ। ময়দান থানায় লিখিত অভিযোগ মঞ্চেরই এক সদস্যের। গ্রেফতারি এড়াতে কোলকাতা হাইকোর্টে গিয়ে আগাম জামিন নিলেন মঞ্চের ৭ শীর্ষ নেতা। অভিযোগকারী দেবপ্রসাদ হালদার। ইউনিটি ফোরাম এর আহ্বায়ক। একসময় যৌথ মঞ্চে ছিলেন। মঞ্চের থেকে নিজের একটি ডিএ সংক্রান্ত মামলার খরচ চালাবার জন্য মোটা অঙ্কের ডোনেশন চান। কিন্তু যৌথ মঞ্চে সামিল ৬০টি শাখা তাদের সম্মিলিত সিদ্ধান্তে এভাবে একজনের নামে চলা মামলার জন্য অনুদান দিতে অস্বীকার করে। আদালতে আগাম জামিনের আর্জি জানান যৌথ মঞ্চের ৭ নেতা। এরা হলেন ভাস্কর ঘোষ, শৈবাল সরকার, নির্ঝর কুন্ডু, রাজীব দত্ত, চন্দন চ্যাটার্জি, সন্দীপ ঘোষ ও ইন্দ্রজিত মন্ডল। দেবপ্রসাদ হালদার থানায় জানিয়েছেন, যৌথ মঞ্চের আন্দোলনের নামে এখনও পর্যন্ত ২ কোটি টাকা চাঁদা তোলা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা দাবি যৌথ মঞ্চের।