দেশ

‘লাদাখে ২০ জন শহিদের জন্যে কী গোয়েন্দা ব্যর্থতা দায়ী নয়?’ সর্বদল বৈঠকে মোদিকে প্রশ্ন সোনিয়ার

সর্বদল বৈঠকে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। লাদাখে ২০ শহিদের জন্যে কী গোয়েন্দা ব্যর্থতা দায়ী নয়? প্রশ্ন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এর পরেই মোদির উদ্দেশ্যে প্রশ্ন করে বলেন, সরকার অনেক কিছুই জানতে দেয়নি। এখনও বিরোধীরা অন্ধকারেই রয়েছে। কবে চিনের সেনাবাহিনী লাদাখে ঢুকে পড়েছিল? তারা কি ৫ মে ভূখণ্ডে মধ্যে ঢুকে পড়েছিল? সরকার কি সেটা জানত না? নিয়মিত উপগ্রহ চিত্র থেকে সরকার সীমান্তের অবস্থা জানতে পারেনি? সেনার গোয়েন্দারা কি চীনের এই আগ্রাসনের কথা জানতে পারেনি? গোয়েন্দাদের কাছে খবর ছিল না সীমান্তের ওপারে ষড়যন্ত্র চলছে? সেনার গোয়েন্দাদের কাছে কি আগাম কোন খবর ছিল না? তাহলে কি দেশের গোয়েন্দারা ব্যর্থ হয়েছে বলে মনে করে সরকার? লাদাখে চীন আগ্রাসনের ঘটনা গোটা দেশকে আন্দোলিত করে তুলেছে। দেশের সেনাবাহিনীর ২০ জন জওয়ানের মৃত্যু জাতীয় ভাবাবেগকে ধাক্কা দিয়েছে। দেশজুড়ে চীনা পণ্য বয়কট করার ডাক দেওয়া হয়েছে।