পঞ্চায়েত নির্বাচনের আগে চমক দেখাল তৃণমূল। ধাক্কা লাগল আইএসএফ এবং জমি কমিটি শিবিরে। পাওয়ার গ্রিড এলাকার শ্যামনগর মোড়ে কর্মী সভার আয়োজন করেছিল সবুজ শিবির। উপস্থিত ছিলেন শওকত মোল্লা, আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম, খয়রুল ইসলাম, ওদুত মোল্লা প্রমুখ। আর সেই সভাতেই জোড়াফুল শিবিরে যোগ দিলেন আইএসএফ ও জমি কমিটির বেশ কয়েকজন নেতা-কর্মী-সদস্য। এই প্রসঙ্গে শওকত বলেন, আইএসএফ- জমি কমিটির সঙ্গে থাকলে উন্নয়ন হবে না। শান্তি থাকবে না। তা বুঝতে পেরে সকলে তৃণমূলে ফিরছে। তাঁর দাবি, এই যোগদান কর্মসূচি আগামী দিনগুলিতে চলবে ভাঙড় জুড়ে। আরাবুলের বক্তব্য, ওই দু’ই সংগঠন কোটি কোটি টাকার তছরুপ করেছে পাওয়ার গ্রিড, হাসপাতাল, কোল্ডস্টোরে। মানুষ তা বুঝতে পেরে নতুন করে তৃণমূলে নাম লেখাচ্ছে। উল্লেখ্য, বেশ কয়েক বছর পরে পাওয়ার গ্রিড এলাকায় বড় সভা করল তৃণমূল।