ফের উতপ্ত ভাঙড়। দলীয় পতাকা লাগানো কেন্দ্র করে ব্যাপক ঝামেলা দেখা গেল আইএসএফ ও তৃণমূলের মধ্যে। নওশাদ শিবিরের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। উল্টে তৃণমূলের লোকজনেদের মারধর ও গুলি করার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। এদিন ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের খড়গাছি এলাকায়। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে ভাঙড় ও চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে কয়েকদিন আগেই ভাঙড়ের চার্জ নিয়েছে কলকাতা পুলিশ। নতুন ডিভিশনও খোলা হয়েছে। জানা গেছে, এদিন খড়গাছি এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন আইএসএফের লোকজন। অভিযোগ, সেই সময়েই তৃণমূলের লোকজন এসে তাঁদের বাধা দেয়। তখনই দু-পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই প্রথমে এলাকায় যায় ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী। এখনও চলছে পুলিশি টহল।