সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অগাস্ট মাসেই চাঁদের বুকে অবতরণ করতে চলেছে ভারতের ‘চন্দ্রযান ৩’। কিন্তু, শুধু ‘মুন মিস্ট্রি’-র সমাধান নয়, এখন ইসরোর কাছে বড় চ্যালেঞ্জ সৌর মিশন। আগামী ২ সেপ্টেম্বর ইসরো সৌর মিশন ‘আদিত্য এল ১‘ লঞ্চ করতে পারে, জানা যাচ্ছে এমনটাই। ২০২০ সালেই এই মিশন লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা অতিমারির জন্য তা পিছিয়ে যায়। এই অভিযানের জন্য ক্রমাগত কাজ করে চলেছেন ইসরোর বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ২০২৩ সালে২ সেপ্টেম্বর এই মিশন আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে। এই মিশনে ভারতের অন্যতম হাতিয়ার পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV)। জানা গিয়েছে, শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে পিএসএলভি রকেটের মাধ্যমেই মহাশূন্যে পাড়ি দেবে আদিত্য এল১। অন্তত ১২৭ দিন ধরে সূর্যের কক্ষপথের দিকে এগোবে এই যান। এই সময়ের মধ্যে ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেবে আদিত্য এল১। তারপরেই পৌঁছে যাবে সূর্যের উপবৃত্তাকার কক্ষপথে। সেখানে পৌঁছে এল১ পয়েন্ট থেকে সূর্যের নানা কাজ নিরীক্ষণ করবে ইসরোর যান। মাধ্যাকর্ষণ, সূর্যের আলোর জীবনীশক্তি-সহ নানা বিষয়েই পরীক্ষা চালানো হবে।