দেশ

শ্রীহরিকোটা থেকে ৭৫০টি গ্রামীণ স্কুলের ছাত্রীদের তৈরি উপগ্রহ উৎক্ষেপণ ইসরোর

আজ সকাল ৯টা ১৮ মিনিট। মহাকাশের উদ্দেশে রওনা দিল এসএসএলভি-ডি১/এওএস-০২। শ্রীহরিকোটা থেকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তৈরি এই উপগ্রহ সময়মতো কক্ষপথে স্থাপিত হলেও, শেষ মুহূর্তে কিছু তথ্য উধাও হয়েছে বলে জানিয়েছ ইসরো। যদিও, সেই ডেটা বা তথ্য বিশ্লেষণ করে উদ্ধারের কাজও চলছে। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, একেবারে সঠিকভাবে কক্ষপথে কাজ করতে পারা নিয়ে আমরা ডেটা প্রসেসিংয়ের কাজ করছি। এসএসএলভি মহাকাশে নিয়ে গিয়েছে এওএস-২ এবং আজাদিস্যাট নামে দুটি উপগ্রহ। পৃথিবীর খুব কাছ থেকে তারা নানান তথ্য ও ছবি পাঠাবে। এর মধ্যে প্রথমটি হল ১৪৫ কেজির পরীক্ষামূলক ছবি পাঠানোর উপগ্রহ। খুব কম সময়ে এটি পৃথিবী প্রদক্ষিণ করবে। অন্যদিকে আজাদিস্যাটের ওজন মাত্র ৮ কেজি। এতে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ৭৫টি পৃথক অংশ রয়েছে, যার প্রতিটির ওজন ৫০ গ্রাম করে। এগুলি তৈরি করেছে দেশের প্রত্যন্ত গ্রামীণ এলাকার ৭৫০টি স্কুলের ছাত্রীরা। তেলঙ্গনারা এক ছাত্রী শ্রেয়া যে আজকের এই উৎক্ষেপণ অনুষ্ঠানের সাক্ষী ছিল, সে জানিয়েছে আমাদের স্কুলের তিনটি গ্রুপ মিলে এই কাজে হাত মিলিয়েছিলাম। এই সুযোগ পেয়ে আমরা খুবই খুশি।