বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডিংয়ের ২৪ ঘণ্টার পর ইসরো জানাল সবকিছুই স্বাভাবিক

‘ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন’ তথা ‘ইসরো’ বৃহস্পতিবার সন্ধেবেলা ল্যান্ডিংয়ের ২৪ ঘণ্টার মাথায় জানিয়ে দিল, চন্দ্রযান-৩-এর সবকিছুই স্বাভাবিক আছে। ল্যান্ডিংয়ের পরে যে-সময়ে যা ঘটার কথা সেটাই ঘটেছে, সেই ভাবেই ঘটছে। এখনও পর্যন্ত কোথাও কোনও বেনিয়ম বা ছন্দপতন নেই।  ল্যান্ডিং সফল হলেই যে সব দায়িত্ব শেষ, তা তো নয়। বরং এর পরে আরও বেশি কাজ, আরও বেশি দায়িত্ব বিজ্ঞানীদের। আর সেটা মাথায় রেখেই যেন আরও সতর্ক আরও তন্নিষ্ঠ ইসরোর বিজ্ঞানীকুল। একটি ট্যুইটে ইসরো জানিয়েছে-রোভার মোবিলিটি অপারেশনস হ্যাভ কমেন্সড!