কলকাতা

‘অমর জ্যোতি নিভিয়ে নেতাজির মূর্তি বসালে দেশপ্রেম হয় না’, কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

শ্রদ্ধা আসে হৃদয়ে অন্তঃস্থল থেকে। কোন শ্রদ্ধা লোক দেখানো আর কোন শ্রদ্ধা হার্দিক, তা স্পষ্ট হয়ে যায় নিবেদনের মধ্য দিয়ে। অমর জওয়ান জ্যোতি নিভিয়ে নেতাজির মূর্তি স্থাপন আসলে লোক দেখান। সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি সরকার শনিবার দিল্লির ইন্ডিয়া গেটের কাছে অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তকে কেন্দ্র করে নানা প্রান্ত থেকেই প্রতিবাদের ঝড় ওঠে। অন্যদিকে, সরকারের তরফে এই সিদ্ধান্ত যথার্থতা প্রমাণে কম চেষ্টা হয়নি। কেন্দ্রের যুক্তি ছিল, অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা নিভছে না। তাকে কেবল জাতীয় যুদ্ধ স্মারকে প্রজ্জ্বলিত শিখার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। সরকার সেখানে নেতাজির মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেয়। রাজনৈতিকমহলের একাংশের মতে, মোদি সরকার আসলে নেতাজি আবেগ উস্কে দেওয়ার চেষ্টা করছেন। তাতে যে চিঁড়ে ভিজবে না, সেটা আরও স্পষ্ট হয়ে গেল মুখ্যমন্ত্রীর রবিবারের বক্তব্য।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটা অমর জওয়ান জ্যোতি নিভিয়ে নেতাজির মূর্তি বসিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা যায় না।