কলকাতা

‘পরিযায়ী শ্রমিকদের কোভিড সংক্রমণকারী হিসেবে দেগে দেওয়া অন্যায়’, টুইট রাজ্যপালের

মুখ্যমন্ত্রীকে মানবিক হওয়ার উপদেশ দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ পরিযায়ী শ্রমিকদের আঙুলে দাগ দিয়ে চিহ্নিতকরণের পদক্ষেপের সমালোচনা করে রাজ্যপাল বলেন, ‘‘এটি অত্যন্ত হতাশাব্যঞ্জক ও হৃদয়বিদারক’’ ৷ টুইটে রাজ্যপাল লেখেন, ‘‘যে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসছেন, তাঁরা আমাদের আপনজন ৷ পেটের দায়ে তাঁরা রাজ্য ছাড়তে বাধ্য হয়েছিলেন ৷ ওঁরা আমাদের সম্পদ, কেউ ফেলনা নয় ৷ আমাদের ছেলেমেয়েরা প্রতিকূল পরিস্থিতিতে পড়ে নিজেদের ঘরে, আপনজনেদের কাছে ফিরে আসতে চাইতেই পারেন ৷ বিশ্বব্যাপী মহামারীর প্রেক্ষাপটে নিজেদের বাড়ি ফিরলে তাদের উষ্ণ আমন্ত্রণ প্রাপ্য ৷ তাঁদেরকে সংক্রমণকারী হিসাবে দেগে দেওয়া অন্যায়, হতাশাব্যঞ্জক ও হৃদয়বিদারক ৷’’

https://twitter.com/jdhankhar1/status/1266193873618874369