কলকাতা

নিম্নচাপের জেরে চলতি সপ্তাহ জুড়েই চলবে বৃষ্টিপাত

কলকাতাঃ গতকাল সন্ধ্যায় কালবৈশাখীর পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। আজ সকাল থেকে বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। দক্ষিণবঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এরই প্রভাবে চলতি সপ্তাহজুড়েই চলবে বৃষ্টি। সঙ্গে দোসর থাকছে কালবৈশাখী। এর জেরে রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ধাপায় ৬৫ মিলি মিটার, নিউ মার্কেট এলাকায় ৫৯ মিলি মিটার, ঠনঠনিয়াতে ৫৮ মিলি মিটার, তপসিয়াতে ৪২ মিলি মিটার, বালিগঞ্জে ৩৫ মিলি মিটার, পামার বাজারে ৩৮ মিলি মিটার, উল্টোডাঙায় ৩০ মিলি মিটার, কালীঘাটে ৩০ মিলি মিটার, জোকায় ৪৩ মিলি মিটার বৃষ্টি হয়েছে।