ফের চরমে রাজ্য ও রাজ্যপাল সংঘাত। আম্বেদকর জন্মজয়ন্তীতে বিধানসভার স্পিকারের পাশে দাঁড়িয়ে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক জগদীপ ধনকড়। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আরও একবার তোপ দাগলেন তিনি। আজ, বৃহস্পতিবার বিধানসভায় বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যপাল শ্রদ্ধা জানাতে যান। সেখানে দেখা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আরও একবার তোপ দাগলেন তিনি। যদিও রাজ্যপালের এই অভিযোগকে ভিত্তিহীন বলেই পাল্টা দাবি করেছেন বিধানসভার অধ্যক্ষ। এদিন রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, ‘বি আর আম্বেদকরের নীতি মেনে আমাদের চলা উচিত। আজ আম্বেদকরের জন্মদিন। গণতন্ত্র বজায় রাখুন। আমরা সংবিধানের প্রতি দায়বদ্ধ। কিন্তু, সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের অবাক করেছে। তদন্ত সঠিক পথে হওয়া উচিত। আমার সঙ্গে গতকাল মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি’র বৈঠক হয়েছে। রাজ্যের শাসনব্যবস্থা যেন সংবিধানের মধ্যে থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে।’ এই মন্তব্য যখন তিনি করছেন তখন পাশেই ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এখানেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হন রাজ্যপাল। নারী নির্যাতন নিয়েও উদ্বেগপ্রকাশ করেন তিনি। আর বলেন, ‘বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার। সেখানে পুড়িয়েও মারা হচ্ছে। চাকরিও দেওয়া হচ্ছে। সিবিআই তদন্ত নিয়ে এত প্রশ্ন কেন? আমার কাছে রাজ্যের কোনও রিপোর্ট আসে না। অথচ মহিলাদের উপর অত্যাচার বাড়ছে। ভোট পরবর্তী হিংসায় প্রাণহানি পর্যন্ত হয়েছে। কলকাতা হাইকোর্টে যা ঘটেছে তা দুঃখজনক।’ পাল্টা বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রত্যেকের নিজস্ব গণ্ডি রয়েছে। সেই গণ্ডি অনুযায়ীই কাজ করা উচিত। রাজ্যপাল অনেক কথা বললেন। যা ঠিক না। আমরা সংবিধান মেনেই কাজ করি।’