কলকাতা

হরিচাঁদ হলেন ‘হরিচন্দ্র’, ‘ভুল’ নাম টুইট রাজ্যপালের! কটাক্ষ নেটিজেনদের

মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের টুইট। এবার সেই টুইট ঘিরেই বিতর্ক। অভিযোগ, টুইটে হরিচাঁদ ঠাকুরের নাম ভুল লিখেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। ফলে নেটিজেনদের কটাক্ষ মুখে পড়েছেন তিনি। টুইটে জগদীপ ধনখড় লিখেছেন, “শ্রী শ্রী হরিচন্দ্র ঠাকুরের ২১১তম জন্মবার্ষিকীতে নতমস্তকে শ্রদ্ধা জানাই। উনি মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা এবং নিপীড়িত-বঞ্চিতদের উন্নয়নে জীবন অতিবাহিত করেছেন। তাঁর শিক্ষা আমাদের মন থেকে হিংসা দূর করেছে এবং আধ্যত্মিকতার জন্ম দিয়েছে।” রাজ্যপালের এই ধরনের টুইটের পর বিদ্রুত, কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ। কেউ জগদীপ ধনখড়কে নিজের ভুল ঠিক করে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ অভিযোগ করেছেন, বাংলা এবং মতুয়াদের অপমান করছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। 

https://twitter.com/jdhankhar1/status/1509025096937054210