কলকাতা

ম্যারাথনে তোরণ ভেঙে আহত কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা

আজ রবিবার রেডরোডে চলছে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। আর সেই ম্যারাথন চলাকালীন ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। জানা গেল, তোরণ উল্টে আহত হয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা। খুব দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ, সকাল থেকে রেড রোডে পুলিশের হাফ ম্যারাথন শুরু হয়েছে। ম্যারাথনের শেষ যে পয়েন্ট ছিল তার কাছে একটি বড় তোরণ রাখা হয়। আজ সকাল থেকেই সূর্যের দেখা নেই। চলছে দমকা হাওয়া। আজ হঠাৎ হাওয়ায় ওই তোরণ উল্টে যায় যা ছিল একপ্রকার কল্পনাতীত।সকাল থেকেই পুরো এলাকা জুড়ে পুলিশের নজরদারি ছিল তুঙ্গে। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপপত্তায় কোন খামতি রাখা হয়নি। এদিন ম্যারাথনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার দিকে খেয়াল রাখতে এদিন তোরণের সামনে দাঁড়িয়েছিলেন মুরলীধর শর্মা। আচমকা তাঁর ঘাড়ে এসে পড়ে ভাঙা তোরণটি। এর ফলে তাঁর মাথা এবং পিঠে চোট লেগেছে। তাঁকে মৌলালির ইনস্টিটিউ অফ নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই আপাতত চিকিৎসাধীন তিনি। যদিও এই মুহূর্তে হাসপাতাল সূত্রে খবর, মুরলীধর শর্মার চোট তেমন গুরুতর নয়। তাঁর মাথায় আঘাত লেগেছে, তাই তাঁকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।