ক্রাইম জেলা

৬১ দিনেই জয়নগরে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ-খুনের কাণ্ডে ফাঁসির সাজা

চার মাস কেটে গেলেও আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার বিচার এখনও অধরা ৷ এদিকে শুক্রবার ৬১ দিনের মাথায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত মুস্তাকিনের ফাঁসির সাজা ঘোষণা করলেন বারুইপুর মহকুমা আদালতের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় ৷ এই মামলার তদন্তে ছিল রাজ্য় পুলিশ ৷ অভিযুক্ত মুস্তাকিনের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয় ৷ ৭ অক্টোবর সিট গঠন করে তদন্ত শুরু করে পুলিশ ৷ ঘটনার ২৫ দিনের মাথায় ৩০ অক্টোবর চার্জশিট জমা দেওয়া হয় বারুইপুর আদালতে ৷ ফাস্ট ট্র্যাক আদালতে শুরু হয় বিচার ৷ মামলায় সাক্ষ্য দেন ৩৬ জন ৷ শেষ পর্যন্ত সব পক্ষের বক্তব্য শুনে ও তথ্যপ্রমাণ খতিয়ে দেখে বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, বারুইপুর পকসো আদালত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করে ৷ অভিযুক্তের ফাঁসি সাজা হওয়ায় খুশি নির্যাতিকার পরিবারের সদস্যরা ৷