দেশ

ফের পরিষেবা চালু করছে জেট এয়ারওয়েজ

বিমান পরিষেবা পুনরায় চালু করতে চলেছে জেট এয়ারওয়েজ। আগামী বছরের প্রথম দিকে আপাতত ঘরোয়া বিমান পরিষেবা চালু করা হলেও ২০২২-এর শেষের দিক থেকেই আন্তর্জাতিক বিমান পরিষেবাও চালু করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২০১৯-এর এপ্রিল মাসে হঠাত্‍ বন্ধ হয়ে যায় ভারতের অন্যতম বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজ। বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়াড়কারণেই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেন জেট এয়ারওয়েজের কর্ণধার নরেশ গয়াল। এরপর দীর্ঘ ২ বছর ৫ মাস পরিষেবা বন্ধ রাখার পরে পুনরায় চালু হতে চলেছে এই সংস্থার বিমান পরিষেবা। এই বিমান সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, দুইভাগে বিমান পরিষেবা চালু করতে চলেছে জেট এয়ারওয়েজ। ২০২২-এর প্রথম ভাগে চালু হচ্ছে তাদের অন্তর্দেশীয় বা ঘরোয়া বিমান পরিষেবা। এরপর আগামী বছরেরই শেষ দিকেই ওই সংস্থার আন্তর্জাতিক বিমান পরিষেবাও চালু হচ্ছে।