অবশেষে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। ডিসেম্বর থেকে বেশ কয়েকবারই ডিগবাজি খেয়েছেন জিতেন্দ্র । শেষপর্যন্ত মঙ্গলবার হুগলির বৈদ্যবাটিতে বিজেপির সভায় দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে তুলে নিলেন গেরুয়া পতাকা। বিজেপিতে যোগ দেওয়ার পর জিতেন্দ্র তিওয়ারি বলেন, ”বিজেপি-র এই বৃহত্ পরিবারে আমাকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে।” এর পরেই তিনি বলেন, ”এ বার স্বাধীন ভাবে বলার সুযোগ পাব। কারও বিরুদ্ধে অভিযোগ করতে চাই না। কিন্তু বিগত কয়েক বছর ধরে মনের ভাবনা বাইরে প্রকাশ করার খুব একটা সুযোগ ছিল না। মনে এক কথা থাকত, আর বাইরে আর এক কথা বলতে হত। যেটা মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাইতাম, তা করার অবকাশ ছিল না। এখন থেকে আমার বক্তব্যে আর কোনও কৃত্রিমতা থাকবে না। সেই সুযোগ আমাকে করে দেওয়া হয়েছে। যা মনে আসবে তাই বলব। সে জন্য বিজেপিকে কৃতজ্ঞতা জানাই।”