নিয়োগের দাবিতে বুধবার বিক্ষোভে শামিল হলেন চাকরিপ্রার্থীরা। এদিন কালীঘাট, হাজরা চত্বরে আন্দোলন শুরু করেন চাকরিপ্রার্থীরা। কালীঘাট মেট্রো স্টেশনের দিক থেকে হাজরার দিকে আন্দোলনকারীরা ছুটতে শুরু করলে তাঁদের বাধা দেয় পুলিশ। তখনই উত্তেজনা ছড়ায়। চাকরিপ্রার্থীদের স্লোগান, ‘হয় চাকরি দাও নাহলে রাস্তায় বসতে দাও’। পুলিশ বিক্ষোভকারীদের তোলার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ তাঁদের আটক করে প্রিজন ভ্যানে তোলে। ঘটনাস্থলে ছিলেন ডিসি সাউথ আকাশ মাঘেরিয়া। এদিকে বিক্ষোভের জেরে এদিন রাসবিহারী অ্যাভিনিউতে প্রবল যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ কলকাতার সব গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশবাহিনী বাড়ানো হয়।