বিদেশ

পবিত্র হজ পালনে সৌদি আরবে ১৪জন হাজীর মৃত্যু, নিখোঁজ ১৭

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ১৪ হাজীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে। এখনও নিখোঁজ রয়েছেন ১৭ জন। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমের প্রতিবেদনে এতথ্য জানা গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা কর্মীরা ও মেডিকেল কর্মীরা অসুস্থ হাজীদের সেবা করছেন। তাঁরা ঠাণ্ডা পানির স্প্রে ব্যবহার করছেন। বিদেশমন্ত্রক এক বিবৃতি দিয়ে জানিয়েছে, হজ পালন করতে গিয়ে মারা যাওয়া ১৪ জন হাজীর সবাই জর্ডানের। এর মধ্যে অন্তত ৬ জন মারা গেছেন হিট স্ট্রোকে। জর্ডানের রাষ্ট্রদূত ড. সুফিয়ান কুদাহ বলেছেন, মৃত হাজীদের দাফন প্রক্রিয়ায় সৌদি আরব কর্তৃপক্ষকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে মন্ত্রণালয়। যেসব পরিবার চাইছেন, তাদের মৃত স্বজনের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানিয়েছেন রাষ্ট্রদূত। এদিকে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল সোমবার তাপমাত্রা ৪৮ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এ জন্য হাজীদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাইরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।