বিদেশ

আগামী ২৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাঁর আকস্মিক মৃত্যুতে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মহম্মদ মোখবের। তবে সাংবিধানিক কারণে পরবর্তী ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে দেশটিতে। সেই অনুসারে নির্বাচনের তারিখ ঘোষণা করল তেহরান। দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন। ইরানের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মৃত্যু বা তিনি দায়িত্বপালনে অক্ষম হলে সংসদের স্পিকার, বিচার বিভাগীয় প্রধান এবং প্রথম ভাইস প্রেসিডেন্টের সমন্বয়ে একটি কাউন্সিল গঠন করা হয়। সোমবার এ বিষয়ে সভা করেছে কাউন্সিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৮ জুন ইরানে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আগ্রহীরা আগামী ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত প্রার্থিতার জন্য আবেদন করতে পারবেন। নির্বাচনী প্রচারণার সময় নির্ধারণ করা হয়েছে ১২ জুন থেকে ২৭ জুন পর্যন্ত।