কলকাতা

বিচারের দাবিতে বিভিন্ন দুর্গা মণ্ডপে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ পরিক্রমায় পুলিশের বাধা, চাঁদনি চকে ধুন্ধুমার, আহত মহিলা পুলিশ

বিচারের দাবিতে পরিক্রমা শুরুর আগেই ধুন্ধুমার। চাঁদনি চকে জুনিয়র ডাক্তারদের ম্যাটাডোর আটকাল পুলিশ। অনুমতি না থাকায় আটকানো হল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সেখান থেকে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চের পথে আন্দোলনকারীরা। জুনিয়র ডাক্তারদের অভয়া পরিক্রমা পুলিশ আটকে দেওয়ায় তুমুল উত্তেজনা চাঁদনি চকে। জখম হয়েছেন মহিলা পুলিশকর্মী। শেষমেশ মিনিডোরগুলিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে মানববন্ধন করে ধর্মতলার দিকে এগিয়ে যান আন্দোলনকারীরা। বিভিন্ন দুর্গা মণ্ডপে অভয়া কাণ্ডে প্রতিবাদ জানাতে চান জুনিয়র ডাক্তাররা। এদিন দুপুরের পরই মিনিডোর আনা হচ্ছিল ধর্মতলার অনশন মঞ্চে। কিন্তু চাঁদনি চকে সেই মিনিডোরগুলিকে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। তাতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। জুনিয়র ডাক্তারদের দাবি, গাড়ির চাবি খুলে নিয়েছে পুলিশ। এরপরেই আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন এক মহিলা পুলিস।  আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসক এবং জয়নগরে নিহত ১০ বছরের বালিকার প্রতীকী মূর্তি নিয়ে ষষ্ঠীর দিন ম্যাটাডোরে চড়ে শহরে ঘুরবেন জুনিয়র ডাক্তাররা, এমনই ছিল পরিকল্পনা।  কিন্তু পুজোর মধ্যে কোনও মিছিল বা এমন কর্মসূচির কোনও অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু এরপরও পরিক্রমার আয়োজন করতেই বেঁধে যায় গন্ডগোল। সেই কারণে ধর্মতলা চত্বর কার্যত অবরুদ্ধ। মিনিডোর আটকানোর খবর পেয়ে ধর্মতলার অনশন মঞ্চের সামনে থেকে অনেক জুনিয়র ডাক্তাররা ঘটনাস্থলে ছুটে যান। তাঁদের সঙ্গেই মূলত বচসা হয় পুলিশের।  জুনিয়র ডাক্তাররা আগেই জানিয়েছিলেন, বুধবার সকালে আরজি কর মেডিক্যালে নির্যাতিতার স্মরণে রক্তদান শিবির হবে। এরপর দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে ১০ দফা দাবি লেখা লিফলেট বিলি করা হবে। উত্তর থেকে দক্ষিণ কলকাতার মণ্ডপে মণ্ডপে হবে অভয়া পরিক্রমা। সেই কর্মসূচির শুরুর আগেই বাধা দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে ওঠে কলকাতা। এরপরেই ধরণা মঞ্চে ফিরে যান জুনিয়র ডাক্তাররা। চিকিত্‍সকদের বৈঠকের জন্য স্বাস্থ্যভবনে ডাকা হল ষষ্ঠীতেই। রাত পৌনে ৮টা নাগাদ তাঁদের সেখানে যেতে বলা হয়েছে। এদিন ইমেল মারফৎ জুনিয়র ডাক্তারদের এই বৈঠকের আমন্ত্রণ জানান খোদ মুখ্যসচিব মনোজ পন্থ। বলা হয়েছে, আন্দোলনকারীদের ৮ থেকে ১০ জন এই বৈঠকে যোগ দিতে পারেন।