কলকাতা

‘আন্দোলনকে কালিমালিপ্ত করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’, অভিযোগ জুনিয়র চিকিৎসকদের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার তাঁদের আন্দোলনকে কালিমালিপ্ত করার অভিযোগ আনলেন জুনিয়র চিকিৎসকরা৷ এ দিন সন্ধ্যায় স্বাস্থ্য ভবনের সামনে বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷ আন্দোলনকারীদের পক্ষে অমৃতা নামে এক জুনিয়র চিকিৎসক বলেন, ‘বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করতে চেয়েছেন৷’ একই সঙ্গে চিকিৎসকরা জানিয়ে দেন, কোনওভাবেই তাঁদের আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না৷ গতকাল নবান্নে গেলেও শেষ মুহূর্তে ভেস্তে যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক৷ আজ জানা যায়, নিজেদের দাবি এবং অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷ যদিও এ দিন জুনিয়র চিকিৎসকরা দাবি করেছেন, গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাওয়ার আগেই রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন তাঁরা৷ এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন জুনিয়র চিকিৎসকরা৷