সরকারি হাসপাতালে আউটডোর সহ সমস্ত ক্ষেত্রে চিকিৎসকদের কাজে ফিরতে হবে। সোমবার আরজি কর মামলার শুনানিতে এমনই মন্তব্য প্রধান বিচারপতির। দীর্ঘ কর্মবিরতির পর জরুরি পরিষেবা দিতে শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা । সোমবার আরজি কর মামলার শুনানিতে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নিয়ে প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টে। রাজ্যের আইনজীবী আদালতে জানান, শুধুমাত্র ডাক্তারেরা জরুরি পরিষেবা দিচ্ছেন। আইপিডি ও ওপিডিতে কাজ করছেন না। এরপরই প্রধান বিচারপতি বলেন, সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা। প্রধান বিচারপতির মন্তব্যের পর জুনিয়র ডাক্তাররা জানান, নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তাঁরা। সোমবার সুপ্রিমকোর্টে আরজিকর মামলার শুনানিতে সাগর দত্ত হাসপাতালের চিকিৎসক নিগ্রহের প্রসঙ্গ ওঠে। রাজ্যের আইনজীবী দাবি করেন, বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে সেখানে। তবে সেই দাবি উড়িয়ে দেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং। প্রধান বিচারপতির প্রশ্নের জবাবে তিনি বলেন, জুনিয়র ডাক্তাররা জরুরি পরিষেবা দিতে শুরু করেছেন। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, চিকিৎসকরা কি ওপিডি এবং আইপিডিতে যোগ দিয়েছেন? আইনজীবী জয়সিং জবাবে জানান, আন্দোলনকারী চিকিৎসকরা জরুরি পরিষেবায় যোগ দিয়েছেন। প্রধান বিচারপতি স্পষ্ট করে বলেন, ওপিডি এবং আইপিডি সার্ভিসের কথা বলছি। এর পর প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, ডাক্তারদের ওপিডি এবং আইপিডি সার্ভিসে যোগ দিতেই হবে। প্রধান বিচারপতির মন্তব্য প্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো বলেন, আগে আদালতের নির্দেশের প্রতিলিপি হাতে পাই। তারপর নিজেদের মধ্যে আলোচনা করে জানাব।