কলকাতা

সাংবাদিক সম্মেলন করে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা জুনিয়র ডাক্তারদের

গাতার কর্মবিরতি অবশেষে প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই তাদের এই সিদ্ধান্ত। একই সঙ্গে চলবে অবস্থান বিক্ষোভ। y চ্যানেলের সামনে তারা আজকে থেকে বসছেন অবস্থানে। ১০ দফা দাবি জানিয়েছেন তারা। সেই দাবি মানার ডেডলাইন দিয়েছেন ২৪ ঘন্টা। সাংবাদিক সম্মেলন করে শুক্রবার সন্ধ্যায় জানালেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। সঙ্গে ছিলেন আন্দোলনরত অন্যান্য চিকিৎসকরাও। তাদের তরফে জানানো হয়েছে, তাঁদের অবস্থান মঞ্চে লাগানো থাকবে ঘড়ি। ঘড়িতে সময় হিসেব করা হবে। নইলে রাখা হবে জীবনবাজি। রাজ্য সরকারকে সময় বেঁধে দিলেন চিকিৎসকরা। ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনের মতো পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি তাদের। শুক্রবার এসএসকেএম থেকে মিছিল করে ধর্মতলায় পৌঁছন জুনিয়র ডাক্তারেরা। ১০ দফা দাবিতে মিছিল করেন তাঁরা। সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ ধর্মতলায় পৌঁছে রাস্তায় বসে পড়েন জুনিয়র ডাক্তারেরা। পুলিশ এসে তুলতে গেলে বেঁধে যায় হাতাহাতি। তার কিছু পরেই তারা সাংবাদিক বৈঠক করে জানান, তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছেন এবং ধর্নামঞ্চ তৈরি করছেন নতুন। সেখানে চলবে অবস্থান বিক্ষোভ।