তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে সম্প্রতি অভিযান চালায় ইডি। সংস্থার নিউ আলিপুরের অফিসে অভিযান চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। এমনকী ইডির বিবৃতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংস্থার সিইও বলে উল্লেখ করা হয়। মঙ্গলবার আদালতে শুনানির সময় ফের অভিষেককে লিপস অ্যান্ড বাউন্ডসের CEO বলে উল্লেখ করে ইডি। এরপরই বিচারপতি অমৃতা সিনহার মুখে শোনা যায় অভিষেক-প্রসঙ্গ। ইডির উদ্দেশে বিচারপতি সিনহার প্রশ্ন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়রের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি কতদূর? তিনি যদি এখনও সংস্থার সিইও হয়ে থাকেন, তবে তাঁকে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কী কী পদক্ষেপ করা হয়েছে?’ এর আগেও এই বিচারপতি অমৃতা সিনহার জরিমানা করে ছিলেন অভিষেকে। কিন্তু সুপ্রিম নির্দেশে তা স্থগিত হয়ে যায়।