প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই তদন্তকারী অফিসারের কাজে ফের তীব্র অসন্তোষ প্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তদন্তে সিবিআই সিটের এক তদন্তকারী অফিসারের কাজে যারপরনাই ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তড়িঘড়ি আজই তাঁকে সিট থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ বিচারপতির। নিয়োগ দুর্নীতি মামলার কোনও ফাইলপত্র আর যাতে ওই অফিসার না দেখেন বা হাতে না নেন, সেই জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছিল। এর আগেও একাধিকবার সিটের কাজে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের গতি নিয়ে উষ্মা প্রকাশ করতে দেখা গিয়েছিল বিচারপতিকে। এমনকী ভরা এজলাসে এবিষয়ে বেশ কয়েকবার বিচারপতির ভর্ৎসনার মুখেও পড়তে দেখা গিয়েছে সিবিআই আইনজীবীকে।