দেশ

সংসদ ভবনে মোদি সরকারের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মু-র

 আজ থেকে শুরু হল ২০২৩ এর বাজেট অধিবেশন। একই সঙ্গে আরও একটি কারণে, আজ, মঙ্গলবারের দিনটি গুরুত্বপূর্ণ হয়ে রইল। এদিন লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে প্রথম বার বক্তৃতা করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা শোনা গেল রাষ্ট্রপতির গলায়। একই সঙ্গে আগামিদিনে ভারতের উন্নয়নে মহিলা এবং যুব সমাজের অগ্রণী ভূমিকার কথাও উল্লেখ করলেন তিনি। জানালেন, ভারত এমন এক ঐক্যবদ্ধ দেশ হয়ে উঠবে, যেখানে কোনও দারিদ্র থাকবে না, সমৃদ্ধশালী হবে সে দেশের মধ্যবিত্ত সমাজ, যে সমাজের নেতৃত্বে থেকে তাকে এগিয়ে নিয়ে যাবে তাঁর যুব ও মহিলা সম্প্রদায়ের

সদস্যেরা। মোদি সরকারের ভরপুর প্রশংসা করে নিজের বিবৃতিতে দ্রৌপদী মুর্মু বলেন, “জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করা থেকে শুরু করে তিন তালাক প্রথা রদ করা, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আমার সরকার। সন্ত্রাসবাদকে দমন করেছে, LoC এবং LAC-তে বিপক্ষকে উপযুক্ত জবাব দিয়েছে। স্থিরবুদ্ধি এবং দৃঢ়সংকল্প হওয়ার পরিচয় দিয়েছে এই সরকার।” বিজেপি সরকারের আরও প্রশংসা করে রাষ্ট্রপতি মুর্মু বলেন, “আমার সরকার মনে করে, দুর্নীতিই গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু।” দুর্নীতি দূরীকরণে পলাতক অভিযুক্তদের শায়েস্তা করতে এই সরকার অর্থনৈতিক অপরাধ আইনও প্রণয়ন করেছে বলে জানান তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্ৃতার সময়ে সংসদ ভবনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্য মন্ত্রী-সাংসদেরা। তবে ছিলেন না রাজ্যসভা বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।