কলকাতা

আইসিইউতে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

কমল রক্তচাপ আইসিইউতে ভর্তি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এসএসকেএম হাসপাতালের ৫ নম্বর কেবিন থেকে সোমবার আইসিইউ-তে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা গিয়েছে ব্লাড প্রেসার সংক্রান্ত সমস্যার জন্যই এই ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সন্ধ্যা থেকে বিপি ফল করছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। তাই তাঁকে আইসিইউতে দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার খাদ্য দুর্নীতি মামলার শুনানি রয়েছে।জানা গিয়েছে সোমবার সন্ধ্যে থেকেই রক্তচাপ কমতে শুরু করে বনমন্ত্রি জ্যোতিপ্রিয় মল্লিকের। সেই কারণেই তাঁকে আইসিইউ তে নিয়ে যাওয়া হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। হাসপাতাল সূত্র জানা গিয়েছে যে তিনি এখন স্থিতিশীল রয়েছেন। বেশ কিছু সমস্যার কারণেই কয়েকদিন আগে তাঁকে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে মেডিসিন এবং নিউরোলজির অধীনে ভর্তি ছিলেন তিনি। তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডও বসানো হয়েছে। ইডি হেফাজতে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। এমনকি এমনও অভিযোগ করছিলেন, বাঁদিকটা গিয়েছে। শরীর খুব খারাপ। এরপরে প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন খাদ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গেই তাঁকে আনা হয় এসএসকেএম হাসপাতালে