কলকাতা

‘সহনাগরিক, বিজেপি, আরএসএস, বাঙালিদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি’, ফেসবুকে পোস্ট কবীর সুমনের

সাম্প্রতিককালে এক সাংবাদিককে গালিগালাজ তথা কটুক্তি করে বিতর্কে জড়িয়েছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা সঙ্গীতশিল্পী কবীর সুমন। এবার সেই বিতর্কে ইতি টেনে ক্ষমা চাইলেন তিনি। তবে এই পোস্ট পাবলিক না করে শুধুমাত্র তাঁর ফেসবুকে থাকা বন্ধুদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। তিনি লিখেছেন, ‘ভেবে দেখলাম সেদিন টেলিফোনে এক সহনাগরিককে যে গাল দিয়েছিলাম, সেটা সুশীল সমাজের নিরিখে গর্হিত কাজ। এতে কাজের কাজ কিছুই হল না, মাঝখান থেকে অনেকে রেগে গেলেন, উত্তেজিত হলেন। এমনিতেই করোনার উৎপাত তার ওপর গালমন্দ-লাভ কী। তাই আমি সহ-নাগরিকের কাছে বিজেপি, আরএসএস-এর কাছে এবং বাঙালিদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’ প্রসঙ্গত, তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন কলকাতা পুরসভার কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষ। সেই সম্পর্কে কবীর সুমন লিখেছেন, ‘আইনরক্ষীরা নিশ্চিন্ত থাকুন আমি চেষ্টা করব সব ব্যাপারে একদম চুপ থাকতে। আর কোন কোন ব্যাপারে কে কে আমার কাছে ক্ষমাপ্রার্থনা দাবি করছেন দয়া করে একটি তালিকা বানিয়ে ডাকযোগ পাঠান‌। আমি নতমস্তকে সম্মতিসূচক সই করে দেব।’ এরই সঙ্গে তিনি লেখেন, ‘আপনাদের যদি ভাবতে ভালো লাগে যে আমি খুব ভয় পেয়ে এটা লিখছি তো তাই ভাবুন। যেটা ভাবলে আপনাদের মন ভাল হয়ে ওঠে সেটাই ভাবুন।’ তবে সেই সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী খেতাব ‘ছুড়ে দেওয়া’ নিয়ে এই পোস্টেও আপত্তি তুলেছেন সঙ্গীতশিল্পী। অবশেষে এই বিতর্কে ইতি টানলেন কবীর সুমন।