তালিবান-অধিকৃত আফগানিস্তান এখন বিভিন্ন রাষ্ট্রের দুশ্চিন্তার একমাত্র কারণ। এই আবহে মঙ্গলবার জি-৭-এর বিশেষ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৈঠকে কী আলোচনা হবে, তার একটা ইঙ্গিতও দিয়েছেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রীই। তিনি জানিয়েছেন, তিনি আমেরিকাকে অনুরোধ করবেন যাতে আফগানিস্তানের মাটিতে আরও কিছুদিন রাখা যায় মার্কিন সেনাদের। আগামী৩১ অগাস্টের পরেও যাতে মার্কিন সেনা আফগানিস্তানে থাকে, সেজন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে তিনি অনুরোধ করবেন বলে জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি এ-ও মনে করেন, তালিবানের উপরে নতুন করে নিষেধাজ্ঞা চাপানোও প্রয়োজন। এজন্য জি-৭ গোষ্ঠীর বৈঠকেও সওয়াল করবেন তিনি। একই সুর শোনা যাচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর গলাতেও। তিনিও জানান– তালিবান একটি সন্ত্রাসবাদী গোষ্ঠীই। বারবার তারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপানো উচিত। জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলি (আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মানি, জাপান ও কানাডা) জরুরি ভিত্তিতে এই ভার্চুয়াল বৈঠকে বসছে। বিশেষজ্ঞদের ধারণা, দুই রাষ্ট্রনেতা জি-৭ বৈঠকে এই সব বিষয় নিয়ে আলোচনা চাইবেন। কেননা সব বিষয়ের ক্ষেত্রেই আমেরিকার অবস্থান জানা জরুরি।