কালীঘাটের মন্দির নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন একাধিক প্রশাসনিক ঘোষণার মাঝে মুখ্যমন্ত্রী জানান, কালীঘাটের মন্দিরের সোনার চূড়ার জন্য আলাদা করে বরাদ্দ করা হচ্ছে অর্থ৷ এই খাতে কয়েকশো কোটি টাকা এখনও পর্যন্ত খরচ বরাদ্দ হয়েছে বলে জানালেন তিনি৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কালীঘাটের মন্দিরের জন্য রিলায়্যান্স সোনার চূড়াটা করছে আর ভিতরের কাজ কিছু করছে। ওদের খরচ ৩৫ কোটি টাকা, আমরা দিচ্ছি ১৬৫ কোটি টাকা। কালীঘাটের মন্দির জন্য যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায়, আমরা দেখছি৷’’ এছাড়া, দিঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, তাতে ২০৫ কোটি টাকা খরচ হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷। মুখ্যমন্ত্রী এও জানান, এবারের গঙ্গাসাগর মেলায় মোট ২৫০ কোটি টাকা খরচ হচ্ছে৷ জানান, গঙ্গাসাগর মেলার জাতীয় স্বীকৃতি নিয়ে ফের কেন্দ্রের কাছে তিনি আবেদন জানিয়েছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷৷ তিনি বলেন, ‘‘গঙ্গাসাগর মেলা নিয়ে আমি আজ আবার চিঠি দিচ্ছি। ২৫০ কোটি টাকা এবার খরচ করেছি। আমার ধারণা ১ কোটির উপর লোক ছড়িয়ে যাবে গঙ্গাসাগর মেলা। বাংলার এই মেলা কেন জাতীয় স্বীকৃতি পাবে না? তাই আমি আজ আবার চিঠি দিলাম।’’