কলকাতা

আজ থেকে ভক্তদের জন্য খুলে গেল কালীঘাট মন্দির

রাজ্য জুড়ে কড়া বিধিনিষেধ পালন করার ফলে কমছে কোভিড সংক্রমণ। আর তার জেরেই খুলে দেওয়া হচ্ছে একাধিক মন্দির। কোভিড বিধি মেনেই খুলে দেওয়া মন্দিরগুলি। আজ থেকে কোভিড নিয়মাবলী মেনেই কালীঘাট মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। এ প্রসঙ্গে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে, সকাল ৬টা থেকে দুপুর ১২ টা অবধি খোলা থাকবে মন্দির। কালীঘাট মন্দিরে আগত ভক্তরা ডালা হাতে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। পুজোয় বাধা থাকছে না। কোভিড বিধি মেনেই পুজোর আয়োজন করা হচ্ছে। মন্দির চত্বরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। মাস্ক ছাড়া মন্দিরে কেউ প্রবেশ করতে পারবে না। পুজো দেওয়ার লাইনে ভক্তদের মানতে হবে শারীরিক দূরত্ববিধি। কালীঘাট মন্দির খুলে দেওয়ায় বেশ খুশি ভক্তরা। কালীঘাট মন্দির চত্বরের দোকানিরাও এই মন্দির খোলার সিদ্ধান্তে বেশ খুশি। মায়ের দর্শন পেতে সকালেই মন্দিরে আসেন ভক্তরা।