দেশ

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় যাত্রী ভোগান্তি, সোম-মঙ্গলবার মিলিয়ে বাতিল মোট ১৯টি এক্সপ্রেস

কলকাতা এবং শিলিগুড়ি যোগাযোগের মেন লাইনে সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ গিয়েছে মোট ৮ জনের। আহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। মৃতদের মধ্যে ৫ জন যাত্রী এবং তিনজন রেলকর্মী বলেই জানা যাচ্ছে। ট্রেন দুর্ঘটনায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করায় তা প্রায় শেষের পথে। মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ৪টি কামরা ক্ষতিগ্রস্ত হয়ে পাশের রেল লাইনে পড়েছে। যার ফলে কলকাতা এবং শিলিগুড়ি লাইনে আপ-ডাউন মিলিয়ে সোমবার এবং মঙ্গলবার একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের গতিপথেও বদল আনা হয়েছে। রেলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, সোম এবং মঙ্গলবার সব মিলিয়ে মোট ১৯টি ট্রেন বাতিল করা হচ্ছে।